শিবনগর জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবনগর আস্তানায় থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে পুলিশ। দ্বিতীয় দফায় অপারেশন ঈগল হান্ট শুরু হওয়ার পর পুলিশের পক্ষ থেকে হ্যান্ডমাইকে এ আহ্বান জানানো হচ্ছে। বুধবার রাতে অভিযান স্থগিত থাকার পর বৃহস্পতিবার সোয়া ৯টায় আবারো অভিযান শুরু হয়।
ঘটনাস্থলে থাকা  আমাদের প্রতিনিধি জানান, জঙ্গিদের আত্মসমপর্ণের সুযোগ দিতে সকাল ১১ টা ৫৯ মিনিটে হ্যান্ডমাইকে ঘোষণা দেওয়া হয়েছে। ১২টা ৫ মিনিটে ও ১২টা ৬ মিনিটে একই ঘোষণা দেওয়া হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
প্রতিনিধি জানিয়েছেন, ১২ টা ৫ মিনিটে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অভিযানস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ঢুকেছে।
অভিযানস্থলে সকাল থেকে থেমে থেমে গুলির আওয়াজ শোনা গেছে।
ওই আস্তানায় আবু নামে এক জঙ্গি, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। এছাড়া আরো দুইজন থাকতে পারে বলে পুলিশের ধারণা।