শিবচরে শিক্ষার্থীদের মাঝে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি

ফকির মোঃ মনিরুজ্জামান মনির , মাদারীপুর
শিক্ষার্থীদের মাঝে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরের শিবচরে আন্ত ঃ কলেজ রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে ।
জানা যায় , শনিবার সকালে শিবচর পৌর এলাকার রিজিয়া বেগম মহিলা কলেজে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন দেশবন্ধ স্টুডেন্টস ক্লাব এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার বাচাই পর্ব শুরু করা হয় । “জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কারন ও প্রতিকারে ছাত্র সমাজের ভূমিকা” বিষয়ে রচনা প্রতিযোগিতার বাচাই পর্বের প্রথম দিনে ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন । বিচারক মন্ডলী সেখান থেকে দ্বিতীয় পর্বে অংশ গ্রহনের জন্য ৩০ জন প্রতিযোগিকে বাছাই করবেন । উপজেলার ৫ টি কলেজ থেকে বাছাইকৃত ১৫০ জন প্রতিযোগিকে নিয়ে প্রতিযোগিতার চূরান্ত পর্ব অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় । এসময় রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফ , সহকারি অধ্যক্ষ মোতাহার হাওলাদার , সংগঠনটির সভাপতি আকাশ চন্দ্র দাস , সাধারন সম্পাদক মুক্তা আক্তার , সাংগঠনিক সম্পাদক জাহানআলী , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল প্রমূখ উপস্থিত ছিলেন ।