শিবচরে র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১

ফকির মোঃ মনিরুজ্জামান মনির
মাদারীপুরের শিবচরে র‌্যাব পরিচয়ে স্বর্ন ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্ঠাকালে এলাকাবাসীদের সহায়তায় এক ডাকাতকে আটক  করেছে পুলিশ । এ ঘটনায় সম্পৃক্ত একটি মাইক্রোবাস পুলিশ জব্দ করেছে।
পুলিশ জানায় মঙ্গলবার রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার গ্রামের স্বর্ন ব্যাবসায়ী সুকুমার কর্মকারের বাড়িতে র‌্যাব পরিচয়ে ৭/৮ জনের ডাকাত দল প্রবেশ করে নিজেদের আইনের লোক পরিচয়ে দিয়ে ঘরের দরজা খুলতে বলে এবং ঘরে ঢোকে। ব্যাবসায়ীর ঘরে জাল টাকা তৈরির মেশিন রয়েছে অভিযোগ করে  ডাকাতদল ঘর তল্লাশী করার চেষ্টা করে । বাড়ির লোকজন বাধা দিলে এক পর্যায়ে বাড়ির গৃহকর্তা বৃদ্ধ দিলীপ কর্মকারকে ঘর থেকে টেনে বের করে বাহিরে নিয়ে যায়। এতে বাড়ির লোকদের সন্দেহ হলে তারা মোবাইলের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারকে জানান । ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজনকে আসতে দেখে ডাকাতরা দ্রুত (ঢাকা মেট্রে-চ-১৩-৩৩৭৫) সাদা রংয়ের মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে এলাকাবাসী ডাকাতদের পিছু ধাওয়া করে। শিবচর থানা পুলিশকেও খবর দেওয়া হয় । মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল নদীর উপর হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজার কাছে গেলে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ মাইক্রোবাসটি আটক করে। এ সময় গাড়ির মধ্যে থাকা ডাকাতরা দ্রুত নেমে পালিয়ে যায়। তবে গাড়ির চালক সবুজ আলীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের উজ্জল আলী মন্ডলের ছেলে। জব্দকৃত মাইক্রোবাসের মালিক নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের নজরুল ইসলাম বলে পুলিশ জানায় । এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা বলেন , এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ এক ডাকাতকে আটক করেছে । পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।