শিবচরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অপটিমিটস্ এর শিক্ষা সহায়তা প্রদান

ফকির মোঃ মনিরুজ্জামান মনির , মাদারীপুর : মাদারীপুরের শিবচরে আমিরিকান সংস্থা অপটিমিটস্ এর পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে । সংস্থাটি শিবচর উপজেলায় শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে ২৩ জেলায় তাদের কার্যক্রম শুরু করলো।
জানা যায় , মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আমিরিকান সংস্থা অপটিমিটস্ আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা যাচাইয়ে বাছাইকৃত ৬ষ্ঠ শ্রেনীর ১০ জন শিক্ষার্থীর মাঝে চূড়ান্ত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয় । মেধা যাচাইয়ে ষাট ভাগের উপরে নম্বর পাওয়ায় অপটিমিটস এর পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৯ হাজার ৩শ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয় । শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম তালুকদার । এসময় আওয়ামীলীগ নেতা শাজাহান খান , পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুজ্জামান শাকিল খান , সংস্থাটির জেনারেল সেক্রেটারী একেএম সাইদুল করিম , মাদারীপুর জেলা পরিচালক মাহফুজা খানম লাবনী , জেলা অর্থ বিভাগের পরিচালক ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।