ফকির মোঃ মনিরুজ্জামান মনির, মাদারীপুর : ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে আবারও অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে ১৩ জেলেকে আটক করে ৮ জনকে ৭ দিন করে কারাদন্ড ও ৫ জেলেকে অর্থদন্ডের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত । এসময় প্রায় ৮ হাজার মিটার জাল ধ্বংশ করা হয়েছে ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে । ইলিশ মাছ রক্ষায় এ পর্যন্ত ৩৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৯ জেলেকে অর্থদন্ড দেওয়া হলো ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায় , ইলিশ মাছ রক্ষায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ এর নেতৃর্ত্বে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত । এসময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করা হয় । পরে ভ্রাম্যমান আদালত আটককৃত সোবাহান খা (৩৫) , জাকির চোকদার (৪০) , মোঃ শাহিন (২৭) , লোকমান বেপারী (৪৫) , আব্দুল জলিল (৩৩) , লিটন মোড়ল (২২) , মজিবুর খা (৩৫) ও জুলহাস বেপারীকে (৪০) ৭ দিন করে কারাদন্ড ও মানিক বেপারী (৩৬) , শহিদ মৃধা (৪০) , সাগর বেপারী (৩০) , আনেস তালুকদার (২৮ৃ) ও রঙ্গু বেপারীকে (৮০) ২৫ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করেন। অভিযানকালে প্রায় ৮ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও প্রায় ২৫ কেজি মা ও জাটকা ইলিশ জব্দ করা হয় । পরে জব্দকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করা হয় । এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এনামুল হক , শিবচর থানার পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন । অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত জানিয়েছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ বলেন , এখন ইলিশের প্রজনন মৌসুম তাই সরকার ইলিশ মাছ নিধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে । সরকারের এই নিষেধ অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে জেলেদের সাজা প্রদান করা হয়েছে । আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।