শিবচরের পদ্মা নদী থেকে আটক করে ৮ জেলেকে ৭ দিন করে কারাদন্ড , ইলিশ জব্দ , ৫ হাজার মিটার জাল ধ্বংস

ফকির মোঃ মনিরুজ্জামান মনির , মাদারীপুর : ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে রাতভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৯ জেলেকে আটক করে ৮ জনকে ৭ দিন করে কারাদন্ড ও ১ জেলেকে আর্থিক জারমানা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় ৫ হাজার মিটার জাল ধ্বংশ করা হয়েছে ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায় , ইলিশ মাছ রক্ষায় শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃর্ত্বে সোমবার রাতভর পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত । এসময় ইলিশ মাছ ধরার অপরাধে ৫ টি মাছ ধরা নৌকা থেকে ৯ জেলেকে আটক করে জেলে আলমগীর তালুকদার (৪৫) , মান্নান হাওলাদার (৪৫) , চানমিয়া (২৩) , দুদু মিয়া (২২) , ইদ্রিস হাওলাদার (৩৫) , মালেক বেপারী (৩৫) , দেলোয়ার শেখ (২৩) , আনোয়ার হাওলাদারসহ (২৫) ৮ জনকে ৭ দিন করে কারাদন্ড ও রাসেল হাওলাদারকে (১৯) ১০ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় প্রায় ৫ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও প্রায় ৩০ কেজি মা ও জাটকা ইলিশ জব্দ করা হয় । পরে জব্দকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করা হয় । এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এনামুল হক , শিবচর থানার এসআই তৌহিদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন । অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত জানিয়েছেন।