শিবচরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মাদারীপুরপ্রতিনিধিঃ
শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধনসহবিভিন্নকর্মসূচীরমধ্যে দিয়েবর্ণাঢ্য আয়োজনেশিবচরেআর্ন্তজাতিক দুর্নীতিবিরোধীদিবসপালনকরাহয়েছে ।

“ আসুন, জাতীয়উন্নয়নের স্বার্থে দুর্নীতিরবিরুদ্ধে একতাবদ্ধ হই ” এই শ্লোগানকেসামনে রেখেআর্ন্তজাতিক দুর্নীতিবিরোধীদিবসউপলক্ষে রবিবার ভোরেশিবচরউপজেলাপ্রবেশদ্বারের দৃশ্যমান উন্মুক্ত স্থানে দূর্নীতিবিরোধীবানী সম্বলিতব্যানার স্থাপনেরমাধ্যমে কার্যক্রম শুরুকরাহয়।

পরে চৌধুরীফিরোজা বেগম শিল্পকলাএকাডেমির মুক্ত মঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা ও দূপ্রক নের্তৃবৃন্দ।

এর পর ৭১ চত্ত্বরে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজেরশিক্ষার্থী, সততা সংঘের সদস্যদের নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । মানববন্ধন শেষে মুক্ত মঞ্চে শিক্ষার্থী সমাবেশঅনুষ্ঠিতহয় । সমাবেশে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকল স্তরের মানুষকে একতাবদ্ধ হওয়ার আহব্বান জানান । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরানআহমেদ এরসভাপতিত্বে সমাবেশে শিবচর পৌর মেয়রআওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিনখান , মুক্তিযুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার মোসলেমউদ্দিন খান , পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স্বপনরায়, জেলা যুবলীগ সিনিয়র সহ সভাপতি আকরামখান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলীআকবর টুকু খান, জেলা ছাত্রলীগ  সিনিয়র সহ সভাপতি আকরামখান, প্রমূখ বক্তব্য  রাখেন এর পর শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দের  পরিবেশনায় মনো মুগ্ধ কর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।