কে. এম. রুবেল:
কোমল মতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। শনিবার সকালে জাতীয় বিজ্ঞান ও জাদুঘর এবং ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নিজেকে বুঝতে হলে, পরিবেশকে বুঝতে হলে, বিশ্বভ্রমান্ডকে বুঝতে হলে বিজ্ঞান বুঝতে হবে।
সেমিনারের মুল প্রতিপাদ্য ছিল জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা। একই সাথে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া আরো বলেন, শিক্ষার্থী ও তরুনদেও বিজ্ঞান বিষয়ক আগ্রহ সৃষ্টি খুবই জরুরী। তাদের স্বপ্ন দেখতে হবে বিজ্ঞানী হওয়ার জন্য। শ্রেণিতে বিজ্ঞান বিষয়টি যেন আকর্ষনীয় হয় এজন্য শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলো আধুনিক ও বিজ্ঞান সম্মত করতে হবে এবং প্রযুক্তিগত বিষয়কে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ধীরে ধীরে ধাপে ধাপে বিজ্ঞান বিষয় শেখাতে হবে।
সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর মো. মোহসীন মোল্লা। সেমিনারে আলোচক ছিলেন, ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সেমিনারটি উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাািজস্ট্রেট মো. মতিউর রহমান খান। বক্তব্য প্রদান করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যাপক কাজী সাইফুদ্দিন আল মাহমুদ প্রমুখ।
সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জয় চক্রবর্তী, দ্বিতীয় স্থান অধিকার করে ফরিদপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জয় চক্রবর্তী, তৃতীয় স্থান অধিকার করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা মিমি। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। বিজয়ীরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে। সেমিনারে ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।