শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিরসনে সাফল্য এসেছে: নাহিদ

একাত্তরলাইভডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিরসনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে এবং এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।তিনি বলেন, ‘নারী শিক্ষার ব্যাপক প্রসারের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যাকে অতিক্রম করেছে।উজবেকিস্তানের তাসখন্দে মঙ্গলবার অর্গানাইজেশন অব ইসলামিক কোপারেশনের (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ভাষণে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণায় মুসলিম দেশসমূহের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ওআইসি’র সদস্য দেশসমূহের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে কার্যকর সহযোগিতার হাত বাড়াতে হবে। বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগুতে হলে আমাদের অবশ্যই সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘শিক্ষা ও জ্ঞানার্জন – শান্তি ও সৃজনশীলতার লক্ষ্য অর্জনের উপায়।’ শিক্ষামন্ত্রী এই প্রতিপ্রাদ্যকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, সংঘাত, উগ্রবাদ ও সাংস্কৃতিক বিভেদ নিরসনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তকের মতো বিশ্ব প্রশংসিত দরিদ্র শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।’ওআইসির সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেন।