শিক্ষক নির্যাতন: বিচার বিভাগীয় তদন্ত শুরু

একাত্তরলাইভডেস্ক: নারায়ণগঞ্জের  শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।সোমবার দুপুর ১২টায় তিন সদস্যের কমিটি তদন্তের জন্য ঘটনাস্থলে যায়।বন্দর উপজেলার পিয়ার সাত্তার আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদ সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় উচ্চ আদালতের নিদের্শে এই তদন্ত কমিটি গঠিত হয়।শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারী ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র রিফাত হাসানকে জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে আজ তদন্ত কাজ শুরু হয়।মেট্টোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত কাজ শুরু করেন। কমিটির অন্য সদস্যরা হলেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী ও মাজহারুল ইসলাম। তদন্ত কমিটিকে নারায়ণগঞ্জ থেকে সহায়তা করছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে ইসলাম ধর্মের নামে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমান সরকারি কর্মকর্তাসহ জনসন্মুখে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে কানধরে উঠবস করায়। বিষয়টি শিক্ষামন্ত্রণালয় তদন্ত করে। নারায়ণগঞ্জের পুলিশ ও জেলা প্রশাসনও তদন্ত করে। পরে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।