শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ করার দাবি

একাত্তলাইভ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।একই সঙ্গে বিশ্ব শিক্ষক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নেরও দাবি জানায় সংগঠনটি।৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিকী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়।আবু বক্কর সিদ্দিকী শিক্ষকদের মর্যদাবিষয়ক ‘ইউনেস্কো ও আইএলওর সুপারিশমালা বাস্তবায়নসহ বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, ‘সমযোগ্যতা ও অভিজ্ঞতা থাকা স্বত্বেও সরকারি শিক্ষকদের চেয়ে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। অবিলম্বে সেগুলো দূর করতে হবে।’শোভাযাত্রায় অংশ নেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহসভাপতি রঞ্জিত কুমার সাহা, বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ প্রমুখ।