শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি এক ছাত্র

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় ফরম ফিলাপের জন্য টাকা নিয়েও এক শিক্ষক ও অফিস সহকারীর অবহেলায় এক ছাত্রের এসএসসি পরীক্ষা না দিতে পারার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের শিক্ষক ও অফিস সহকারীর বিচার দাবি করে পরীক্ষা থেকে বঞ্চিত ছাত্রের মা শেফালী মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পান্না ফকির ও বিদ্যালয়ের অফিস সহকারী রেজাউল সরদার ওই বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী রতন মন্ডল এর কাছ থেকে পরীক্ষার ফরম ফিলাপ বাবদ ১০ হাজার টাকা দাবী করেন। রতন মন্ডলের মা বহুকষ্টে ৪ হাজার ৮ শত টাকা জোগার করে শিক্ষক পান্না ফকির ও অফিস সহকারী রেজাউল সরদারকে দিলেও রতন মন্ডলের ফরম ফিলাপ করেন নাই অভিযুক্ত শিক্ষক ও অফিস সহকারী। পরীক্ষার একদিন পূর্বে রতন বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গেলে খোঁজ নিয়ে জানতে পারে তার প্রবেশপত্র আসে নাই। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে খোঁজ খরব নিয়ে জানা যায় রতন মন্ডলের ফরম ফিলাপ করা হয়নি। রতন মন্ডল উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের মৃত রমেশ মন্ডলের ছেলে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক মিয়া বলেন, ছাত্র রতন ১০ম শ্রেণীতে ওঠার পরে একদিনও স্কুলে আসে নাই, এমন কি টেষ্ট পরীক্ষাও দেয় নাই। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ফরম ফিলাপের জন্য যে টাকা নেওয়ার কথা বলা হয়েছে তা আদৌ সত্যি নয়।