নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শিপন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে শাহজাহানপুর ফ্লাইওভার সংলগ্ন রেলওয়ে বস্তির একটি ঘরে লাগা আগুনে দগ্ধ হন তিনি।
হজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ জানান, শিপন নামের ওই যুবক সেখানে শুয়ে ছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, শনিবার ভোররাত ৩টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেলে খিলগাঁওয়ের দুটি ইউনিট রাত ৪টা ২০ মিনিটে আগুন নেভায়।
তিনি আরও জানান, আগুনে বস্তির দুটো ঘর ও আলম ফার্নিচার নামে একটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।