শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি স্বর্ণসহ জহুরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।
রোববার রাত পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা একটি বিমান থেকে নেমে গ্রীন চ্যানেল পাড় হওয়ার সময় আটক হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি) এএইচএম আহসানুল কবির জাগো নিউজকে জানান, আটক জহুরুলের বাড়ি কুমিল্লায়। গত রাতে ১০টা ৫০মিনিটের দিকে দুবাই থেকে আসা ইকে-৫৮৪ বিমানে শাহজালালে নামেন জহুরুল। গ্রীন চ্যানেল পাড় হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার দেহ তল্লাশী করে ৪২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৪ কেজি ৮০০ গ্রাম।
তিনি আরো জানান, জহুরুলের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়েরের পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে