নিজস্ব প্রতিবেদক:
রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ সারোয়ার কামাল নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। এ সময় সন্দেহ হওয়ায় সারোয়ার কামালকে তল্লাশি করে তার কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কাস্টমসের ওই কর্মকর্তা।