নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহসানুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বিমানের একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় লাল কাপড় ও টেপ মোড়ানো একটি প্যাকেটে ১০০টি সোনার বার পাওয়া যায়।
প্রতিটি বারের ওজন ১০ তোলা এবং সবমিলে ১১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকার মতো।
এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়।