ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং ভাইকিংস। তবে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১২৪ রানের বেশি করতে পারেনি। জয়ের জন্য রংপুর রাইডার্সকে করতে হবে ১২৪ রান।১২৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৩ ওভার শেষে ১ উইকেটে ৯৬ রান। ব্যাট করছেন মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ শাহজাদ। জয়ের জন্য ৪২ বলে প্রয়োজন ২৯ রান।ব্যাট হাতে চিটাগং ভাইকিংসের ডোয়াইন স্মিথ (১০), তামিম ইকবাল (১১), এনামুল হক বিজয় (২৫), জহুরুল ইসলাম (৩), মোহাম্মদ নবী (৫), শোয়েব মালিক (৩০), জাকির হাসান (৯), নাজমুল হোসেন মিলন (১১), তাসকিন আহমেদ (১) ও তাইমাল মিলস ৫ রান করেন।বল হাতে রংপুর রাইডার্সের সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন আরাফাত সানী, শহিদ আফ্রিদি ও রুবেল হোসেন।প্রথম ম্যাচে কুমিল্ল ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করেছিল চিটাগং। জয় পেয়েছিল। আজও টস হেরে ব্যাট করবে। আজও কী জয় ধরা দিবে তামিমের হাতে? সেটা জানতে থাকতে হচ্ছে অপেক্ষায়।
শাহজাদের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে রংপুর
November 9, 2016