খাগড়াছড়ি প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত সমাজ কল্যান পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহ-সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী ও খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোর্টের পিপি বিধান কানুনগো, খাগড়াছড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পরিমল দেব নাথ,খাগড়াছড়ি সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক সজল বরণ সেন। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় প্রায় পাচ শতাধিক রোগিকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে : খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
