শামীম ওসমানের পদত্যাগ চান না আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
শামীম ওসমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভী তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এমপি শামীম ওসমান তার নিজের অবস্থানে থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আমাকে তথা আওয়ামী লীগের প্রার্থীকে যতটুকু সমর্থন করার তা করবেন, এটা আমি কামনা করি। আমি চাই না, তিনি সংসদ থেকে পদত্যাগ করুক।’
প্রচারণা শেষে শুক্রবার সন্ধ্যায় আইভী তার নিজ বাসভবনে এ প্রতিক্রিয়া জানান।
এর আগে বিকেলে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সম্পর্কে শামীম ওসমান বলেন, ‘আইভী চাইলে আমি সংসদ থেকে পদত্যাগ করে তার পক্ষে প্রচারণা চালাতে রাজি আছি।’
তিনি বলেন, ‘আইভী আমার ছোট বোন। তাকে নৌকা দিয়েছেন প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য। আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সে যোগ্য প্রার্থী।’