শামীম ওসমানের দেওয়া শাড়ী এখনো পড়েননি আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শামীম ওসমানের পাঠানো নৌকা প্রিন্ট সম্বলিত শাড়ী পড়ে আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শনিবার প্রচারনা চালাচ্ছেন – এমন একটি খবর কয়েকটি অনলাইন প্রচার করে। এ নিয়ে নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনা তৈরী হয়। শনিবার আইভী একটি সবুজ তাঁতের শাড়ী পড়ে প্রচারণা চালান। আর শামীম ওসমানের পাঠানো শাড়ি সাদা। শামীম ওসমানের পাঠানো শাড়ী আইভী পড়েছেন- এমন খবরে তার সমর্থকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরী হয়। এ প্রসঙ্গে আইভী বলেন, ‘শামীম ভাই আমাকে শাড়ি পাঠিয়েছেন। কিন্তু সেটি পড়া হয়নি।’
শনিবার কয়েকটি ওয়েব পোর্টাল শাড়ী সংক্রান্ত একই ছবি ও প্রায় একই নিউজ পরিবেশন করে। এসব নিউজে বলা হয়, শামীম ওসমান শুক্রবার বিকেল তিনটায় একটি সংবাদ সম্মেলন করে আইভীকে দুইটি শাড়ী উপহার দেয়ার কথা বলেন। সংবাদ সম্মেলন থেকেই শাড়ি দুইটি আইভীকে পাঠিয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের বিখ্যাত তাঁত শাড়ির দোকান ‘রঙ’ থেকে তিনি এ শাড়ী বানিয়ে আনেন। অনলাইনের নিউজে বলা হয় শনিবার আইভী এ শাড়ি পড়ে নির্বাচনী প্রচারনায় নামেন। এবং আইভী তার ফেসবুক আইডিতে লেখেন,‘ভাইয়ের পাঠানো শাড়ি পড়ে আল্লাহর নামে আজ পথচলা শুরু করলাম। নয় শঙ্কা নয় ভয় শহর হবে শান্তিময়…নয় শঙ্কা, নয় ভয় এবার হবে নৌকার জয়।’
স্ট্যাটাসে যে ছবি দেয়া হয় তাতে দেখা যায় আইভী একটি সবুজ পাড়, সাদা তাতের শাড়ি পড়েছেন। যে শাড়িতে সবুজ সুতার নৌকা আকা। কিন্তু শনিবার ডা. আইভী দিনভর প্রচারণার সময় পড়েছিলেন সবুজ তাঁতের শাড়ী। যার পাড় জরির। নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে আইভীর প্রচারণার বিভিন্ন সময়ের যে ভিডিও রয়েছে তাতে দেখা যায়, গত ২৪ নভেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভী সাদা শাড়িতে সবুজ সুতায় ছোট ছোট নৌকা অংকিত শাড়িটি পড়েছিলেন। একইভাবে বিভিন্ন দিনের প্রচারনায় ও নির্বাচনী কাজেও তার পড়নে একই ধরনের শাড়ী দেখা যায়। যা থেকে বোঝা যায় যে তিনি আগে থেকেই শামীম ওসমানের দেয়া শাড়ীর মতো শাড়ী পড়তেন। তার একটি পারিবারিক সূত্র জানায়, আইভী’র নৌকা অংকিত শাড়ী বেশ কয়েকটি। এর মধ্যে সম্প্রতি ‘রঙ’ থেকে তিনি দুইটি শাড়ী কিনেন। যেটি শামীম ওসমানের পাঠানো শাড়ীর অনুরুপ।
ডা. সেলিনা হায়াৎ আইভীর মিডিয়া সেলের সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে এমপি শামীম ওসমান যে শাড়ী পাঠিয়েছেন তিনি সেগুলি পেয়েছেন। এজন্য ডা. আইভী তাকে ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু এগুলি এখনো তিনি পড়েননি। এটা খুবই ক্ষুদ্র বিষয়। এটি নিউজ করার বিষয় না। তিনি জানান, ডা. আইভী দলীয় মনোনয়ন পাওয়ার আগের দিন এ শাড়ি পড়ে বন্দরে হাজী সালেহ বাবার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার দিনও তিনি এ শাড়ি পড়েছিলেন। তিনি জানান ডা. আইভীর নিজের কোনো ফেসবুক আইডি নেই। নির্বাচন উপলক্ষে তার পক্ষে বাংলায় লেখা ‘আইভী সমর্থক গোষ্ঠি’  নামের একটি ফেসবুক আইডি খোলা হয়েছে। এটিতে আমরা তার নিউজগুলি দিচ্ছি।