ক্রীড়া ডেস্ক : ‘শান্তির জন্য একত্রিত’। শান্তির জন্য ইতালির রোমে একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করেছিলেন পোপ ফ্রান্সিস।বুধবার রাতের সেই ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি সেই শান্তির ম্যাচেই অশান্তিতে জড়িয়ে পড়লেন স্বদেশি হুয়ান সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে!ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা তখন ড্রেসিং রুমে ফিরছিলেন। আর তখনই ভেরনের সঙ্গে লেগে যায় ম্যারাডোনার। ভেরনের গায়ে হাত রেখে বেশ কিছুক্ষণ চলে তার কথা কাটাকাটি।ঠিক কী নিয়ে তাদের মধ্যে লেগে গিয়েছিল, সেটি অবশ্য ম্যারাডোনা বলেননি। তিনি বলেছেন, ‘ভেরনের সঙ্গে আমার কী ঘটেছে, তা আমাদের দুজনের মধ্যে আছে। সব সময় অনেক প্রশংসিত হয়েছে এমন খেলোয়াড়কে নিয়ে আমি কথা বলতে চাই না।’ওই ম্যাচে ম্যারাডোনা-ভেরন ছাড়াও আরো অনেক তারকার ছড়াছড়ি ছিল। এদের মধ্যে ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি, ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদিনহো, আর্জেন্টাইন কিংবদন্তি হার্নান ক্রেসপোও ছিলেন।
শান্তির ম্যাচে অশান্তি!

October 13, 2016