শান্তিপূর্ন ভোটগ্রহনের মধ্যে দিয়ে বেলকুচির বড়ধূল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

 বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন পরিষদ শান্তিপূর্ন ভোটগ্রহনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে তা বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো অনেক বেশি।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আনছার, পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।   উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হলেও বেলা বাড়ার সাথে সাথে দুই একটি অবিছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন অপ্রিতিকর ঘটনা দেখা যায়নি।
এদিকে ষোলশত জাংগালিয়া ও বড়ধূল কেন্দ্রে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে  এবং ৩০ মিনিট ভোট গ্রহন স্থগিত থাকে। পরে ম্যাজিষ্ট্রেট, বিজিবি, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়।  তবে প্রশাসনের তাৎক্ষনিক হস্তক্ষেপে এ সকল এলাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ করতে বিজিবি, পুলিশে ম্যাজিষ্ট্রেট মাঠে ছিল।
উল্লেখ, গত ২৩ এপ্রিল তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলকুচির ৬টি ইউনিয়নে ভোট গ্রহনের কথা থাকলেও সিমানা জটিলতার কারনে হাইকোর্টের নির্দেশে বড়ধূল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন।