শরীয়তপুরে ৩টি ট্রলার কারেন্ট জাল সহ ১১ জেলেকে আটক

শরীয়তপুরপ্রতিনিধি: ১২ আক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন সময়। সারা দেশে এই ২০ দিন মা ইলিশ ধরা, বিপনন ও মজুদ করা সরকার আইন করে নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশাসনের সামনে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর থেকে গোসাইরহাট উপজেলার জালালপুর পর্যন্ত প্রায় ৬০ কিমি এলাকা জুরে পদ্মা ও মেঘনা নদীতে হাজার হাজার জেলে রাত দিন শিকার করে চলেছে মা ইলিশ। আর জেলেদের জালে ঝাকে ঝাকে ধরা পরছে ডিম ভর্তি মা ইলিশ। সোমবার দিবাগত রাত্রে ভেদরগঞ্জের কাচিকাঁটা তারাবনিয় এলাকায় নদীতে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করে কোস্টস গাড। এসময় জেলেদেও ব্যবহারিত ৩টি ইনঞ্জিলচালিত ট্রলার ৫ শর্ত মিটার কারেন্ট জব্দ করেন। পরে ভ্র্যাম্যামান আদালত সবাইকে এক বছর করে জেল দেন  উপজেলা নির্বাহী অফিসার হাজ্বি সোহেল আহম্মেদের উপস্থিতে জব্দকূত প্রায় ৩ লক্ষ টাকার কারেন জাল পুরানো হয়।তবে ইলিশ নিধনকারীরা বলেছে মৎস্য বিভাগ ও পুলিশকে ম্যানেজ করেই তারা এ মাছ শিকারের সুযোগ নিচ্ছে।