শরীয়তপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়া সকাল থেকে মংলা –চট্রগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মাহবুবুর রহমান ভেদরগঞ্জ প্রতিনিধি : অতিরিক্ত রড বোঝাই ট্রাকের চাপে বালার বাজার নদীর উপর নির্মিত বেইলী ব্রীজ ভেঙ্গে মংলা- চট্টগ্রাম মহাসড়ক ও শরীয়তপুর মাদারীপুর সড়ক যোগাযোগ বন্ধ বণ্যবাহী ট্রাক ও বাস যাত্রীদের দুর্ভোগ চরমে।
বুধবার সকালে চট্রগ্রাম থেকে আশা- শরীয়তপুরের চরসেন্সাসের বালার বাজার নদীর উপর নির্মিত বেইলী ব্রীজ অতিরিক্ত রড বাহী একটি ট্রাক চলাচলের সময় ভেঙ্গে পরেছে। ফলে রাস্তার দুই পারে গাড়ী আটকে পরে যানচলাচল বন্ধ রয়েছে। জীবনের ঝুকি নিয়ে নৌকা ও ট্রলারে করে পারাপার হচ্ছে যাত্রীরা।
সোমবার সকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা প্রায় ৩৫-৪০ টন রড বহণকারী একটি ট্রাক বালার বাজার বেইলী ব্রীজের উপর উঠার সাথে সাথে ব্রীজের মাঝখানের স্পাম ও ভীম ভেঙ্গে গিয়ে ট্রাকসহ ব্রীজটি ভেঙ্গে পরে যায়। ফলে চাদপুর শরীয়তপুর হয়ে সিলেট চ্ট্টগ্রাম থেকে খুলনা ও বরিশাল গামী সকল যাবনাহন চলা চল বন্ধ হয়ে গেছে। শরীয়তপুর সড়ক বিভাগ লোক ঘটনা স্থলে যেতে পারেনী এবং কোন বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে পারেনী।
শরীয়তপুর সড়ক বিভাগ জানিয়েছে, ব্রীজটি ঝুকিপূর্ন ও পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। তার পরেও মানুষ অতিরিক্ত পন্যবাহী ট্রাক নিয়ে চলাচল করার ফলে মাঝে মাঝেই ব্রীজ ভেঙ্গে যাচ্ছে। তবে কবে নাগাত ব্রীজটি মেরামত করার হবে তা জানাতে পারেনী সড়ক বিভাগের প্রকৌশলী।