শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  শরীয়তপুরপ্রতিনিধি :
“দোষারোপ নয়,দুর্ঘটনার কারণ জানতে হবে সবাইকে নিয়ম মানতে হবে” এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সাড়া দেশের নেয় শনিবার বেলা ১১ টায় শরীয়তপুর উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ মুরাদ মুন্সীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সহকারী পুলিশ সুপার এহসান সাহ। নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নিড়াপদ সড়ক চাই উপদেষ্টা এড, মাসুদুর রহমান,এড.আজিজুর রহামন রোকন,উপদেষ্টা ইসমাইলী আহম্মেদ, সাংঘটনিক সম্পাদক সোহাক মোল্লা প্রমুখ।
বক্তারা পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।