শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৪/৮ নং ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট দেয়ার কারনে পরাজিত আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের মারপিাট এবং বঙ্গবন্ধুর ও আব্দুর রাজ্জাক এর ফ্যাষ্টুনে আগুন দিয়েছে বিজয়ী প্রার্থী উসমান গনি বেপারীর সমর্থকরা । প্রত্যক্ষদর্শী এবং নাজমুল বেপারী বাবুল বেপারী জানায়, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উসমান গনি বেপারী সমর্থক রাসেল ঢালী,জসিম ঢালী,মামুন কাজী,ফকরউদ্দিন কাজী,মেজবাহ উদ্দিন কাজী,বাবুল কাজী,কাউছার আহম্মেদের নেতিত্বে বঙ্গবন্ধুর এবং সাবেক পানী সম্পদ মন্ত্রী মহুম আব্দুর রাজ্জাকের ফ্যাষ্টুেন ও আওয়ামীলীগের সর্মথক ৪ নং ওয়ার্ডের মিনা খান,৮ নংওয়ার্ডেও মজিদ মোল্লা ও ছাত্রলীগের নেতা নোকিরকে মারপিট ও প্রানাশের হুমকি দিলে গোসাইরহাট থানায় একটি মামলা ও জিটি করা হয় । হামলাকারীদের হুমকি ও নির্যাতনের কারনে নির্বাচনের পর থেকেই পুরুষশূন্য হয়ে পরেছে গ্রামগুলির নৌক সমর্থকদের বাড়িঘরে। ভয়ে আর আতংকে গ্রাম ছেড়ে পালিয়ে বেরাচ্ছে নৌকা মারকার আওয়ামীলীগের কমিরা।্ বঙ্গবন্ধুর ও আব্দুর রাজ্জাক র্ফাষ্টুনে আগুন দেয়ার প্রতিবাদে আলাওলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আলাওলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরু মোহাম্মাদ কাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্তিত ছিলেন,গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান সিকদার,গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাজাহান,গোসাইরহাট আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম,আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন বেপারী,ছাত্রলীগের গোসাইরহাট উপজেলা সভাপতি মোস্তফা কামাল ফরাজী সহ আওয়ামীলীগের বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ।
শরীয়তপুরের আলাওলপুরে নৌকা মার্কায় ভোট দেয়ায় মারপিট
November 3, 2016