লতিফ হলের পেছনে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

একাত্তরলাইভডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবদুল লতিফ হলের পেছন থেকে মোতালেব হোসেন লিপু নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।লিপু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও লতিফ হলের ২৫৩ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে।লিপুর রুমমেট বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান বলেন, সকাল ৮টার দিকে আবদুল লতিফ হলের ডাইনিংয়ের কর্মচারীরা হলের পেছনের ড্রেনে লিপুর লাশ দেখে কর্তৃপক্ষকে জানায়। পুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।মতিহার থানার অফিসার ইনচার্জ অশোক চৌহান বলেন, লিপুকে কেউ হত্যা করেছে নাকি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে- তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।