নিজস্ব প্রতিবেদক:সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ ছাড়া শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলাদা বিবৃতিতে তারা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে ৭টার দিকে রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম তুহিন জানিয়েছেন, স্ট্রোক হওয়ার পর গত ২৩ মে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী আয়েশা রহমান, তিন মেয়ে- শম্পা, রুম্পা ও নিপাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।