লক্ষ্মীপুর সরকারি কলেজ স্কাউট ক্যাম্পে হামলা, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে সন্ত্রাসী হামলায় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার দুপুরে হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল হোসেন শাহিন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কাউট সদস্য ও কলেজ শিক্ষার্থীরা জানায়, কলেজ মাঠে ক্যাম্প চলাকালে একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ছাত্রীদের উত্যক্ত করে। এতে স্কাউটরা বাধা দিলে তারা চলে যায়। পরে ১৫/১৬ জন বহিরাগত নিয়ে ক্যাম্পে হামলা চালায়। এতে তিন জন আহত হন।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।