লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সদরে উত্তর হামছাদীর শ্যামগঞ্জ এলাকায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবা নিমাই চন্দ্র শীলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় প্রদান করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগঞ্জ এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করে আসছিল বাবা নিমাই চন্দ্র শীল। এ ঘটনায় গত বছরের ৩ আগস্ট মেয়ে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় বাবা নিমাই চন্দ্র শীলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে আদালতে বাবা নিমাই চন্দ্র শীলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দুই কার্যদিবসের মধ্যে স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, ধর্ষণের অপরাধ প্রমানিত হওয়ায় আদালত বাবা নিমাই চন্দ্র শীলকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার ৫ মাসের মাথায় এ রায় প্রদান করা হয়।