লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে চর ব্রিকম এলাকায় গণপিটুনিতে রুহুল আমিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রায়পুরের চর মোহনা ইউনিয়নের চর ব্রিকম এলাকার ব্যবসায়ী শরীফের ঘরে কলাপছিয়ল গেইট ভেঙ্গে ডাকাতির প্রস্তুুতি নেয় একদল ডাকাত। ওই সময় স্থানীয় লোকজনের চিৎকারে অন্য ডাকাতরা পালিয়ে গেলে জনতার হতে ধরা পড়ে ডাকাত রুহুল আমিন।
পরে স্থানীয়রা রুহুলকে গণপিটুনি দিয়ে রায়পুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে চিকিৎসার জন্য প্রথমে রায়পুর পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রহুলের সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয়।
রায়পুর থানার ওসি লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রায়পুর থানায় রুহুল আমিনের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।