মাহাবুবুর রহমান,কক্সবাজার : দিনভর চেষ্টা করেও টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের কোন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য রাজি করানো যায়নি। এমনকি স্বেচ্ছায় ফেরত যেতে ইচ্ছুক, এমন রোহিঙ্গাও মিলেনি সেখানে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম জানান, স্বেচ্ছায় ফেরত যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য সরকার বিকাল ৪ টা পর্যন্ত অপেক্ষা করা হলেও রোহিঙ্গাদের পক্ষ থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের খোঁজার জন্য বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে যান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সঙ্গে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের নিয়ে আসার জন্য বাসও নিয়ে যাওয়া হয়।
কিন্তু তারা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু করে। এসময় রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না যাওয়ার নানা দাবী তুলে শ্লোগন দেয়। এ সময় রোহিঙ্গা সিরাজুল হক বলেন,যদি মায়ানমারে যেতে হয় তাহলে বিষ খেয়ে আত্বহত্যা করবো। তবুও সেখানে যাব না,কারন সেখানে গেলে আমাদের মেরে মেলবে,তারা আমাদের আবার জেলে নিয়ে রাখবে।
আমাদের ভিটাবাড়ি ফেরত দিবে কে ? রোহিঙ্গা আছিয়া বলেন,আমার ছেলে এবং মেয়ের জামাই হত্যর বিচার পাইনি এখনো। তারা আমাদেরকেও হত্যা করার জন্য সেখানে নিতে চাইছে তাই মায়ানমারে যাব না দরকার হলে বাংলাদেশে মরে যাব।
এক পর্যায়ে স্বেচ্ছায় ফিরে যেতে ইচ্ছুক কাউকে না পেয়ে দুপুর আড়াইটায় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন আরআরআরসিসহ অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা বলেন আরআরআরসি’র মোঃ আবুল কালাম। তিনি বলেন, বিকাল ৪ টা পর্যন্ত উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছায় ফিরে যেতে চায়, এমন কাউকে পাওয়া যায়নি।