জাকির হোসেন সুমন , ইতালী : ইউরোপের দেশগুলিতে বৈশাখী আমেজ চলে সারা মাস জুঁড়ে, তার মধ্যে ইতালী রোম প্রবাসীরা এ আয়োজনের দিক থেকে একটু এগিয়ে। ইতালী প্রবাসীর আয়োজনে এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য বৈশাখী মেলা ১৪২৪।
বৈশাখী র্যালী দিয়ে শুরু হওয়া এ আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড: মো মফিজুর রহমান ও তার সহধর্মিনী নাসরিন সুলতানা, প্রথম সচিব এহসানুল হক সহ আয়োজকদের মধ্যে হাসান ইকবাল, নয়না আহম্মেদ, বিলকিস আজাদ ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এর সভাপতি মনিরুজ্জামান মনির।
এ আয়োজনে মুগ্ধ হয়ে দূতাবাস কতৃপক্ষ বিদেশীদের মাঝে বাংলা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিশেষ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রশিদ, জিয়াউল হক জিয়া, দিদারুল আবেদীন, আমিনুর রহমান সালাম, জাহাঙ্গীর ফরাজী, রব মিন্টু, জামান মোক্তার সহ অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের এমএম হক রাজু, রিয়াজ হোসেন, আল আমিন ও হুমায়ূণ কবির এবং মিডিয়া ব্যক্তিত্ব খান রিপন।
বৈশাখী এ উৎসব মূখর পরিবেশে রোমের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে ভাবীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তরপিনাত্তারা পার্কে সকলেই দেশীয় রঙ্গিন পোষাকে বিদেশীদের মাঝে যেন একটুকরো বাংলাদেশকে উপস্থাপন করে।
সুস্থ্য সংস্কৃতি বিকাশে এ আয়োজনে ইতালীয়ান এবং বাংলাদেশী সংস্কৃতির মিলনে পরিবেশন করা হয় গান, নৃত্য যা সবাইকে অভিভূত করে তোলে। এছাড়াও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে শিশুদের উপস্থাপন ছিল বেশ প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের উপস্থিত প্রধান অতিথি সহ বিশিষ্ট্য ব্যক্তিরা পুরস্কার প্রদান করেন।
রোম প্রবাসীর আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী মেলা ১৪২৪
