‘রোমান্টিক ছবিতে চুটিয়ে রোমান্স করতে চাই’

বিনোদনডেস্ক :বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কমেডি, হরর ছবি করতে করতে বিরক্ত হয়ে পড়েছেন তাই তিনি আপতাত সবাইকে একের পর এক ফিরিয়ে দিচ্ছেন তিনি অপেক্ষা রোমান্টিক চরিত্রের জন্য সে কারণেই মুহূর্তে কোনো ছবি হাতে নিচ্ছেন না এক সময়ে বলিউড কাঁপানো অভিনেত্রী

সম্প্রতি সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘আমি কমেডিও করেছি। আবার হরর ফিল্মেও অভিনয় করেছি। কিন্তু এবার আরো একটু পরিণত চরিত্র চাই। একটা রোমান্টিক ছবিতে চুটিয়ে রোমান্স করতে চাই।

সুস্মিতা মনে করেন, মুহূর্তে খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। নতুন প্রযোজকরা যেমন আসছেন, তেমনই স্টুডিওর মানও উন্নত হয়েছে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব ভালো। কিন্তু পছন্দের চরিত্র না পেলে এখনই কোনো ছবিতে সই করবেন না তিনি। আর পছন্দের চরিত্র মানেরোমান্টিক চরিত্র

সূত্র : আনন্দবাজার পত্রিকা