রোববার পুনর্বিবেচনায় সাঈদীর রায় আপিল বিভাগের কার্যতালিকায়

অনলাইন ডেস্ক : একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় ৩০ নম্বর ক্রমিকে রয়েছে এ মামলা।

এর আগে গত ৪ এপ্রিল মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর ৬ এপ্রিল শুনানির জন্য ওঠে। সেদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সাঈদীর রিভিউ শুনানির জন্য ১৪ মে দিন নির্ধারণ করেন।

ওই দিন রিভিউ আবেদন দুটি আপিল বেঞ্চে তোলা হলে সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির আগে সময় চান।

তার বক্তব্য শুনে আদালত ১৪ মে শুনানি শুরুর দিন ঠিক করে দেয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওই দিন আদালতে উপস্থিত ছিলেন।

একাত্তরের রাজাকার সাঈদীকে ‘যুদ্ধাপরাধীদের চ্যাম্পিয়ন’ আখ্যায়িত করে তিনি বলেছিলেন, “তার আমৃত্যু সাজার রায়ে আমরা হতাশ। রিভিউ শুনানিতে আমরা তার সর্বোচ্চ সাজা চাইব।”

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদনে খালাস চেয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর।

হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।