কে. এম. রুবেল, ফরিদপুর
রোটারী ক্লাব অব ফরিদপুরের ৩১তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুর নদী গবেষনা ইনিষ্টিটিউশনের হলরুমে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নদী গবেষনা ইনিষ্টিটিউশনের মহাপরিচালক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান এ্যাড. তুষার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, মুক্তিযোদ্ধা পিডিজি গোলাম মুস্তাফা, আইপিডিজি এস এ এম শওকত হোসেন, রোটারিয়ার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এটিএম শাজাহান কবির, রোটারিয়ান নাজমা আকতার, রোটারিয়ান এ্যাড. গোলাম রব্বানী ভূইয়া রতন, রোটারিয়ান এ্যাড. আলমগীর ভূইয়া, মুক্তিযোদ্ধা রোটারিয়ান শামচুদ্দিন মেল্যা, রোটারিয়ান চৌধুরী মা. গোলাম নবীন প্রমুখ।