নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় তোফাজ্জল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম জানান, সকালে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তোফাজ্জল। এ সময় দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুই ট্রাকসহ চালক সোহেল মিয়া ও শাহ আলমকে আটক করা হয়েছে।