একাত্তরলাইভডেস্ক: রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।জামিনের ফলে রিজভীর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ তাকে ছয় মাসের জামিনের এই আদেশ দেন।আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।রিজভী গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠান। এরপর তিনি হাইকোর্টে যান।নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির টানা অবরোধ-হরতালের মধ্যো নাশকতার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
রিজভীর জামিন, মুক্তিতে বাধা নেই
October 13, 2016