রায়পুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামের নাছির চেয়ারম্যানের বাড়ীর সামনে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। ঐ সময় সিএনজি যাত্রী সোহেল (১৪) নামের এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় অটোরিকশার চালক কাউছার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোরে রায়পুর-বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামের নাছির চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার উদমারা গ্রামের সর্দ্দার বাড়ীর মো. খোকনের ছেলে।