রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ : নারীসহ নিহত ২

অনলাইন ডেস্ক: গ্রামের সরু রাস্তা নিয়ে বিরোধে ময়মনসিংহের চরাঞ্চলের চর সিরতা গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ জড়িত সন্দেহে ১৪ গ্রামবাসীকে আটক করেছে। হতাহতরা একে অপরের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের চর সিরতা গ্রামের হাফিজ উদ্দিন ও মনু মিয়া সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

ওই গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ও পণ্য পরিবহনের জন্য হাফিজ উদ্দিন ও মনু মিয়ার বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করার জন্য গ্রামের প্রত্যেককে নিজস্ব জমি থেকে এক হাত করে ছেড়ে দিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত হয় একাধিক গ্রাম্য সালিশে।

শুক্রবার সকালে রাস্তা নির্মাণের কাজ শুরু হলে বাধা দেন হাফিজ উদ্দিন। এনিয়ে মনু মিয়াসহ গ্রামের অন্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুপক্ষের লোকজন দা, ফালা, বল্লম, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৩২) নিহত হন।

গুরুতর আহত নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে হাফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।