একাত্তরলাইভডেস্ক: পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই তো ঘটে! সেসব শুনে অনেকের চোখ কপালেও ওঠে। এই যেমন যুষ্টরাষ্ট্রের কলোরাডোতে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। শুনলে আপনিও অবাক হবেন, সেখানকার রাস্তা ঠিক করতে ব্যবহার হয়েছে টিস্যু পেপার। হ্যাঁ। ঠিকই পড়েছেন। আমরা হয়তো টিস্যু পেপার বাথরুমে বা বিভিন্ন সময় ময়লা পরিস্কার করতে ব্যবহার করি। কিন্তু কলোরাডোর লিটলেটনে রাস্তা ঠিক করার কাজেই টিস্যু পেপার ব্যবহার করা হয়েছে। একটা দুইটা নয়, সেখানে ১২০টি রাস্তায় এই টিস্যু পেপার ব্যবহার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম ডেনভার পোস্টে প্রকাশিত খবরে বলা হয়েছে, লিটলেটনে একসাথে অনেকগুলো রাস্তায় ফাটল দেখা দেয়। ভাঙা এসব রাস্তার ফাটলগুলো দ্রু্ত ঠিক করতে আলকাতরা ও পিচ ব্যবহার করা হয়েছে। কিন্তু এর আগে এগুলোর সঙ্গে টিস্যু পেপার মিশিয়ে নেয়া হয়েছে। কর্মীরা জানিয়েছেন, রাস্তা ঠিক করলে পথচারীদের পায়ে বা গাড়ির চাকার সঙ্গে পিচ লেগে যাবার আশঙ্কা থাকে। কিন্তু টিস্যু পেপার পিচের সঙ্গে থাকা তেল দ্রুত শুষে নেয়। রাস্তা দ্রুত শুকাতে সাহায্য করে। তাছাড়া এটি জীবাণুমুক্ত কাগজ হওয়ায় দ্রুত কাজ শেষে মাটির সঙ্গে মিশেও যায়। সব দিক থেকেই টিস্যু পেপার ব্যবহার সুবিধাজনক। লিটলেটন শহরের মুখপাত্র কেললি নাডে গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাফিক বিভাগ দ্রুত কাজের স্বার্থে ও পথচারীদের দুর্ভোগ কমাতে রাস্তায় টিস্যু ব্যবহারের অনুমতি দিয়েছে।
রাস্তা ঠিক করতে টিস্যু পেপার!
November 10, 2016