রাষ্ট্রপতির সাক্ষাত চেয়ে ইসি’র চিঠি

অনলাইনডেস্কঃরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাক্ষাতের সময় চেয়ে সম্প্রতি চিঠিও দিয়েছে ইসি। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মোখলেছুর রহমান বলেন, ‘দুদিন আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনার। রাষ্ট্রপতি সময় দিলে তখন কথা হবে। চিঠিতে আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবরের যেকোনো একদিন সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।’

ইসি সূত্রে জানা যায়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর ৯০ দিন আগে থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে। ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন। এই হিসাবে ২৮ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা করতে পারে ইসি।

সাধারণত তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিন নির্ধারণ করে কমিশন।

এ বিষয়ে কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে বছরে কয়েকবার সৌজন্য সাক্ষাতে বসি। এ রকম একটি সাক্ষাতের জন্য তার কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে কথা হবে। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী আমরা আলোচনা করব।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আলোচনা করতে চাইলে কথা উঠতেও পারে।’