রাষ্ট্রপতির উদ্যোগে দূরত্ব কমবে : আশাবাদী জাপা

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) ও সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয়, অনিশ্চয়তা ও দূরত্ব কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন এ প্রক্রিয়ার মাধ্যমে সব দলের মধ্যে দূরত্ব কমে আসবে, একটা সমঝোতা হবে। দেশের বৃহত্তর স্বার্থে তারা একত্রে বসবে এটা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। একটি স্বাধীন দেশে এ ধরনের জটিলতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয়, অনিশ্চয়তা থাকতে পারে না। এটা সমাধান হবে।’
নির্বাচন কমিশন পুনর্গঠনে দুই মাস সময়ের মধ্যে এ সংক্রান্ত আইন প্রণয়ন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা থাকলে উপায় হয়। সুতরাং আমরা রাষ্ট্রপতিকে বলেছি। আমি বিশ্বাস করি এ উদ্যোগ সফল হবে।’
তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। আমাদের লক্ষ্য হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দলগুলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই রাষ্ট্রপতির নেতৃত্বে এই চলমান সংলাপের মধ্য দিয়ে দূরত্ব কমিয়ে আনবে। আমরা রাষ্ট্রপতির ওপর আস্থা রাখি।’
জাপা মহাসচিব বলেন, ‘সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারবেন। আগামী নির্বাচন সকলের কাছে তা গ্রহণযোগ্য হবে আমরা বিশ্বাস করি।’
নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন জাতীয় সংসদে আনা হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলোচনায় অংশগ্রহণ করবো। আজকেও এটা আলোচনায় এসেছে। স্বাধীনতার পরে গত ৪৫ বছরে কেউ এটা আনেনি। কেউ এটা আনছেন কিনা আমাদের জানা নেই। কিন্তু আজকে আমাদের পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে বিষয়টি বিবেচনার জন্য প্রস্তাব করেছেন।’
এর আগে আজ (মঙ্গলবার) বিকেলে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ১ ঘণ্টা ৩৭ মিনিট আলোচনায় অংশগ্রহণ করে জাপা প্রতিনিধি দল।