রাশিয়ার শয়তানে উড়ে যাবে ফ্রান্সের মতো দেশ

আন্তর্জাতিক ডেস্ক :শয়তান-২ নামে রাশিয়া নতুন ধরনেরক্ষেপণাস্ত্র তৈরি করছে, যার আঘাতে ফ্রান্সের মতো দেশ চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাবে। সারমাত আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর ও দক্ষিণ মেরুর যেকোনো স্থানে আঘাত করতে সক্ষম। আরএস-২৮ সারমাত ক্ষেপণাস্ত্রকে শয়তান-২ নামে অভিহিত করেছে নির্মাতা কোম্পানি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্ফুটনিক গত মে মাসে এ ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছিল, এর আঘাতে ফ্রান্সের সমান পৃথিবীর একটি অংশ ধূলিসাৎ হয়ে যাবে। ম্যাকেয়েভ রকেট ডিজাইন ব্যুরো নামে রাশিয়ার একটি কোম্পানি শয়তান-২ নির্মাণ করছে। তাদের ওয়েবসাইটে এর নকশার একটি ছবি প্রকাশ করা হয়েছে। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউরি বোরসিয়ভ জানিয়েছেন, ১১ হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র পৃথিবীর কোনো স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বার্তা সংস্থা তাসের এক খবরের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন হবে ১০০ টন। আর-৩৬এম ভোয়েভোডা ক্ষেপণাস্ত্রের আধুনিক সংস্করণ হিসেবে তৈরি হয়েছে শয়তান-২।  ম্যাকেয়েভ রকেট ডিজাইন ব্যুরোর ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীকে প্রতিরক্ষামূলক সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে দেবে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ন্যাটো বিপুল পরিমাণ সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। স্নায়ুযুদ্ধোত্তর সময়ে এটি হচ্ছে সবচেয়ে বড় পশ্চিমা সামরিক উপস্থিতি। এ নিয়ে রাশিয়া এর আগেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এবার তারা জানাল দিল, শয়তান-২ ক্ষেপণাস্ত্র ফ্রান্সের সমান একটি দেশ ধূলিসাৎ করে দিতে পারবে।