একাত্তলাইভ ডেস্ক: জাতীয় স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।শুক্রবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বিষয়ে দশটি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও বিজ্ঞানভিত্তিক জবাব’- শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পটি একটি দ্বিতীয় শ্রেণির প্রকল্প। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ বিদ্যুৎ প্রকল্পটিতে রয়েছে অনুপযুক্ত প্রযুক্তি। যা সুন্দরবনসহ পাশ্ববর্তী জনপদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া প্রকল্পটির কার্যক্রম শুরু হলে অত্র এলাকায় ভূমিকম্প ও প্লাবনের ঝুঁকি বৃদ্ধি পাবে। অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এ প্রকল্পটি বাংলাদেশকে একটি ফাঁকা পকেটে পরিণত করবে। যেখান থেকে দেশ আর মুক্তি পাবে না।সুলতানা কামাল বলেন, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরা এ প্রকল্পের বিরোধিতা করেছেন। ইআইএ কনসালটেশনের উপস্থিত সবাই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থগিত রেখে নতুনভাবে স্বাধীন বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানকে দিয়ে ইআই করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সরকার তা না শুনে এক সপ্তাহের মাথায় চুক্তি করে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে বড় ধরনের হুমকির মুখে পড়বে এবং পড়ছে, তা সর্বজন স্বীকৃত।তিনি বলেন, একাধিকবার এ বিষয়ে সরকারের সঙ্গে বসে কথা বলা হয়েছে। আমরা যতবারই বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত তাদের সামনে উপস্থাপন করেছি, তাদের অবস্থানগত সুবিধার কথা ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত যুক্তির চেয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক যুক্তিকে প্রাধান্য দিচ্ছে।রামপালে পরিবেশ বজায় রেখে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার বিষয়ে নিরপেক্ষ সমীক্ষারও দাবি জানান সুলতানা কামাল। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত বিবেচনা ও গ্রহণ করে দেশের সার্বিক পরিবেশ রক্ষায় প্রকল্প বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুলতানা কামাল।এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, শরীফ জামিল, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

October 7, 2016