রাবির দুই শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

একাত্তলাইভ ডেস্ক: পরীক্ষার নম্বরপত্রে অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।ওই দুই শিক্ষক হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ ও তার স্ত্রী প্রভাষক সোমা দেব।দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের শিক্ষক ছিলেন তানভীর আহমেদ ও তার স্ত্রী সোমা দেব। কোর্সটির দুটি ইনকোর্সের মধ্যে প্রথম ইনকোর্সের দায়িত্বে ছিলেন তানভীর আহমেদ।এর নম্বর তানভীর আহমেদের দেওয়ার কথা থাকলেও নম্বরপত্রে সোমা দেবের হাতের লেখা রয়েছে। সেখানে কয়েকটি নম্বরে পরিবর্তন হওয়ায় কাটাকাটি করেন সোমা দেব। কাটাকাটির জায়গাগুলোতে স্বাক্ষরও করেন তিনি। তবে মূল পরীক্ষক হিসেবে স্বাক্ষর রয়েছে তানভীর আহমেদের ।নম্বরপত্রে অনিয়মের ফলে ওই বর্ষের আট শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দিয়েও কোনো নম্বর পাননি। বিষয়টি নিয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘পরীক্ষার নম্বরপত্রে অস্বচ্ছতার কারণে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি তদন্ত করে প্রমাণিত হওয়ায় তানভীর আহমেদ ও তার স্ত্রী সোমা দেবকে পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।’