আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ আজ ৩১ অক্টোবর (সোমবার) বরিশালের আগৈলঝাড়ায় প্রথম ধাপের ২২মার্চ স্থগিত হওয়া দু’টি ইউনিয়নের দু’টি ভোট কেন্দ্রের পুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রে ব্যালোট পেপারসহ নিবাচনীয় মালা মাল নিয়ে পুলিশ ও আনসার পৌয়েছে। এই দু’টি ভোট কেন্দ্রে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা প্রতিদ্বন্দিতা করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে একাধিক সদস্য প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন দুটি কেন্দ্রের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন ও সহকারী কমিসনার (ভূমি) শতরূপা তালুকদারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। এছাড়াও পর্যাপ্ত পরিমান র্যাব, পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা আরও জানান, ২নং বাকাল ইউনিয়নের উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৯২জন ও ৩নং বাগধা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯২১জন। প্রসংগত, প্রথম দফার ২২মার্চের নির্বাচনে বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ও বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩শ ব্যালট পেপার ছিনতাই হওয়ায় স্ব-স্ব কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাগন।
রাত পোহালেই আগৈলঝাড়ায় দু’টি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন
October 30, 2016