রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক:

তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন মিঠুন চক্রবর্তী। অসুস্থতাকে কারণ দেখিয়ে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন বলিউড ও টলিউডের সফল এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন। তৃণমূল কংগ্রেসের টিকিটেই রাজ্যসভায় যান মিঠুন। কিন্তু মিঠুনের সেই রাজনৈতিক জীবন দীর্ঘ হল না। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে।
রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন সংসদে গিয়েছিলেন ‘ফাটাকেষ্ট’। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আর সংসদমুখো হননি তিনি। দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন সংসদ থেকে। এবার পাকাপাকিভাবে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন।
জানা গেছে, নানা কারণে দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল মিঠুনের। দলের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম জড়ানোর পর থেকেই বাড়তে থাকে দূরত্ব।