রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড’ বাড়ি বাড়ি তল্লাশি

একাত্তরলাইভডেস্ক :   : রাজশাহী নগরীর হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে মহানগর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। এদিকে পুলিশের এই অভিযানে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।

স্থানীয় লোকজন বলছেন, জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ এই এলাকায় অভিযান চালাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আবদুর রশিদ নামের একজন এলাকাবাসী জানায়, পুলিশ আভিযান চালাচ্ছে। তার বাড়িতে পুলিশ দুই বার গিয়ে তল্লাশি চালিয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘কোনো জঙ্গি আস্তানার খবর নয়, কোর্ট কলেজ এলাকার টুলটুলিপাড়ায় ব্লক রেইড দিয়েছি। আগে রাতে পুলিশ রেইড দিতো, এখন দিনে করা হচ্ছে। এতে পুলিশের সব বিশেষায়িত বিভাগ এক সাথে কাজ করছে।’

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘হড়গ্রামের পুরো এলাকা ঘিরে ব্লক রেড চালাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।’