রাজবাড়ি প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই বন্দুকযুদ্ধ হয়।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমানের ভাষ্য, আন্তজেলা ডাকাতদলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।